Posts

গল্প

সৎ থাকাই সর্বোত্তম নীতি।

December 5, 2025

Oishi

Original Author Oishi

Translated by Mohammed Tanvir

6
View

এক দেশে ছিল এক কাঠুরে। সে অনেক গরিব ছিল তার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু সে অনেক সৎ মনের মানুষ ছিল। একদিন সে কাঠের সন্ধানে একটি বড় নদীর কাছে চলে আসে। সেই নদীটি ছিল অনেক বড়। সেই নদীটির কাছে অনেক ভালো ভালো কাঠ ছিলো। কাঠুরে কাঠ কাটতে লাগল হঠাৎ তার কুড়াল টি নদীতে পরে যায়। সে অনেক হতাশ হয়ে পড়ল। এমনকি কাঁদতে ও লাগলো।সে ভাবছে আজ সে কী খাবে।তখনি হঠাৎ করে একটি পরি নদী থেকে উঠে আসলো।সেই পরি কি তাঁকে জিজ্ঞেস করলো,কী হয়েছে তোমার? তুমি কাঠ কাঠছো না কেন? তখন কাঠুরে হতাশার সাথে বলে উঠলো, আমার কুড়াল টি নদীতে পরে গেছে তার কারণে আমি কাঠ কাটতে পারছি না।পরি টি নদীতে ডুব দিল , তারপর একটা কুড়াল আনলো যেটা ছিল সুনার তৈরি।পরি কাঠুরিকে প্রশ্ন করল এটা কি তোমার সেই কুড়াল যেটা তুমি হারিয়ে ফেলেছ? তখন কাঠুরে সেই কুড়াল টি দেখলো এবং বললো না,এটা আমার কুড়াল না। তখন পরি আবার নদীতে ডুব দিয়ে, আরেকটি কুড়াল আনলো।সেটি ছিল রুপার তৈরি।পরি আবার কাঠুরে কে জিজ্ঞেস করলো,এটা কি সেই কুড়াল যা তুমি হারিয়ে ফেলেছ? তখন আবার কাঠুরে বলে উঠলো না,এটা আমার কুড়াল না। আমার কুড়াল লোহা দিয়ে তৈরি।পরি আবার নদীতে ডুব দিল। অতঃপর সে একটি কুড়াল আনলো যেটা ছিল লোহার তৈরি।পরি কাঠুরে কে জিজ্ঞেস করল,এটাই কি সেই কুড়াল যেটা তুমি নদীতে হারিয়ে ফেলেছ? সেই কুড়াল টি কাঠুরে দেখে খুশি হয়ে বলল হ্যাঁ, এটাই সেই কুড়াল যেটা আমি নদীতে হারিয়ে ফেলেছি।পরি তখন কাঠুরের সততা দেখে তাকে ২ টি কুড়াল দিয়ে দিল, যেটা সুনার ও রুপার তৈরি ছিল। কাঠের অনেক খুশি হলো এবং অনেক ধনী হয়ে গেল।

                                                  (ঐশী)

Comments

    Please login to post comment. Login