মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস প্রতি বছর বর্ষসেরা বইয়ের একটি তালিকা প্রকাশ করে থাকে। চলতি বছরও এই ঐতিহ্যের ব্যতিক্রম ঘটেনি। ২ ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস ২০২৫ সালের সেরা ১০টি বইয়ের তালিকা প্রকাশ করেছে।
সংবাদপত্রটির বই পর্যালোচনা বিভাগের সম্পাদকরা ফিকশন বিভাগের জন্য ৫টি বই এবং ননফিকশন বিভাগের জন্য ৫টি বই বেছে নিয়েছেন। এবারের ফিকশন বিভাগে জায়গা পেয়েছে ভারতীয় বংশোদ্ভূত বুকারজয়ী লেখক কিরণ দেশাইয়ের উপন্যাস ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’। বইটি চলতি বছরের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকার জন্য মনোনীত হয়েছিল।
এছাড়া এবারের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় থাকা শার্লট উডের ‘স্টোন ইয়ার্ড ডিভোশনাল’ উপন্যাসটিও নিউইয়র্ক টাইমসের ফিকশন বিভাগে জায়গা পেয়েছে। সম্পাদকরা এটিকে চমৎকার একটি বই বলে প্রশংসা করেছেন।
২০২৫ সালের নিউইয়র্ক টাইমসের সেরা ১০টি বইয়ের তালিকা নীচে দেওয়া হলো:
ফিকশন বিভাগের সেরা বই:
১. কিরণ দেশাইয়ের উপন্যাস ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’।
২. শার্লট উডের উপন্যাস ‘স্টোন ইয়ার্ড ডিভোশনাল’।
৩. ড্যানিয়েল ক্রাউসের উপন্যাস ‘অ্যাঞ্জেল ডাউন’।
৪. ড্যানিয়েল কেলম্যানের লেখা এবং রস বেঞ্জামিনের অনুবাদকৃত উপন্যাস ‘দ্য ডিরেক্টর’।
৫. জোনাস হাসেন খেমিরির উপন্যাস ‘দ্য সিস্টার্স’।
ননফিকশন বিভাগের সেরা বই:
১. অরুন্ধতী রায়ের স্মৃতিকথা ‘মাদার মেরি কামস টু মি’।
২. সোফি এলমহার্স্টের ‘অ্যা ম্যারেজ অ্যাট সি: অ্যা ট্রু স্টোরি অব লাভ, অবসেশন অ্যান্ড শিপব্রেক’।
৩. ব্রায়ান গোল্ডস্টোন এর বই 'দেয়ার ইজ নো প্লেস ফর আস: ওয়ার্কিং অ্যান্ড হোমলেস ইন আমেরিকা'।
৪. কেভিন স্যাক এর বই 'মাদার ইমানুয়েল: টু সেঞ্চুরিজ অব রেস, রেজিস্ট্যান্স অ্যান্ড ফরগিভনেস ইন ওয়ান চার্লস্টোন চার্চ'।
৫. স্যু প্রিডো এর লেখা 'ওয়াইল্ড থিং: অ্যা লাইফ অব পল গোগাঁ'।