Posts

কবিতা

​🌟 কালের যাত্রী 🌟

December 6, 2025

Soumya Acharjee

Original Author সৌম্য আচার্য্য

96
View

​​🌟 কালের যাত্রী 🌟

সৌম্য আচার্য্য

চির বিলীয়মান কালের বালুকা বেলায়,

পদচিহ্ন আঁকে কেহ, কেহ সেতু রচে যায়।

বিচিত্র কর্মযোগে জীবনের স্বার্থকতা,

সৃষ্টির অবক্ষয় এড়ায়ে, রহে স্থায়িত্বের কথা।

​স্রষ্টা, রাষ্ট্র, সমাজ—কর্তব্য অপার,

ঋণী মোরা সমাজের, যন্ত্রেতে অংশ কার।

নিজ নিজ ভূমিকা ছাড়া উন্নতি নয়,

শান্তি-সৌহার্দ্য রাখি বাঁচাটাই অভয়।

​অন্যের অধিকার, সুযোগ-সুবিধা, পছন্দ-অপছন্দ,

যে শ্রদ্ধা আমরা চাহি, সে শ্রদ্ধাই দ্বন্দ্ব।

সমাজের প্রতি দায়—দায়িত্ব অসীম,

শিক্ষার লক্ষ্য হোক সেই বোধ মহিম।

​রুটি-রোজগারের বিদ্যা চাই, এ তো সত্য মানি,

তবু মনে রাখিবো—খাওয়ার লাগিই কি শুধু প্রাণী?

চুরি, ডাকাতি, অন্যায়-অত্যাচার—দেশে বাড়ে আজ,

রুখে দাঁড়াতে হবে, নিষ্পত্তিই কাজ।

​দারিদ্র্য বিরাট সমস্যা, কেন যে না বুঝি,

এ দুরবস্থার লাগি মোরা কদাচিৎ খুঁজি।

পরিশ্রম, ব্যবসা ছাড়ি, উন্নতি না করে,

যোগ্যতা সত্ত্বেও কেহ বঞ্চিত পরে।

​সকলের প্রতি সহানুভূতির হাত,

বৃদ্ধ, এতিম, গরীব—এগিয়ে আসুক ভ্রাত।

"সেবাই মনুষ্যকে মহৎ করে তোলে",

অমূল্য এ বাণী যেন হৃদয় কপাট খোলে।

​অঠারো টাকায় সিগারেট কিনে আত্ম-ক্ষতি সহে,

পেটে অন্ন নেই—কেহ কষ্টে রহে।

নিজের উপকারের আশা ত্যাগ করো,

মানুষের উপকারে তবেই তুমি সরো।

​প্রকৃত মনুষ্য হবে, রঙীন হইবে সৃষ্টি,

কালের সীমানা পেরিয়ে পাবে অমৃত-বৃষ্টি।

Comments

    Please login to post comment. Login