মনের ভিতরে
অবাধ্য বারুদের ক্ষুদ্র-ক্ষুদ্র কণা দিয়ে
পাহাড় গড়ে তুলো না, প্রিয়।
অবশেষে বিস্ফোরণ ঘটে,
পত্রিকার পাতায় ঠায় পাবে
তোমার আত্মহননের খবর।
যে প্রেম এসেছিল,
তাকে কুড়িয়ে নাও,
নাহলে যে গড়ে তুলতে হবে,
পড়ন্ত বিকেলে বঞ্চনার পাহাড়।
মনের ভিতরে
অবাধ্য বারুদের ক্ষুদ্র-ক্ষুদ্র কণা দিয়ে
পাহাড় গড়ে তুলো না, প্রিয়।
অবশেষে বিস্ফোরণ ঘটে,
পত্রিকার পাতায় ঠায় পাবে
তোমার আত্মহননের খবর।
যে প্রেম এসেছিল,
তাকে কুড়িয়ে নাও,
নাহলে যে গড়ে তুলতে হবে,
পড়ন্ত বিকেলে বঞ্চনার পাহাড়।