Posts

প্রবন্ধ

দুধের বদলে ঘোলে অভ্যস্ত (Premium)

June 5, 2024

জেসী খন্দকার / Jasy Khandaker

0
sold
দুধের বদলে ঘোলে অভ্যস্ত হইয়া পড়া এই আমরা সবই তো খাইয়া দ্যাখলাম। যদিও এখন নানা পদে অভ্যাস হইয়া গেসে...সমস্যা হয়না। প্রচলিত কোকাকোলা জীবনযাপনের ফাঁপর আর কর্পোরেশনের গণ্ডী ছাইড়া বাইর হইতে নিলেই ফায়ার। বাংলাদেশের মানুষ বহুদিন পর গণজাগরণের সূত্র পাইসে ,বিচার চাওয়ার অধিকার পাইসে...যদিও ৪২ বছরের রাষ্ট্র শিশু হয় ক্যামনে সেই প্রশ্নও আছে। প্রাথমিক চিন্তায় শাহবাগ আন্দোলনকে গনমানুষের হাতছাড়া বইলা মনে হইতে পারে বা অনেকক্ষেত্রে যোগাযোগহীনতা ঘটছেও হয়তো কিন্তু এই সম্ভাবনাময় মানুষই কোকাকোলা জীবনযাপনের ফাঁপর,কর্পোরেশনের গণ্ডী আর নানা সময়ের নানা শোষণ থাইকাই শিখসে ক্যামনে বারবার তাঁর লুঙ্গি খোলা গেসিলো বা খুইলা নেয়া হইসিলো । আর এই পরাজিত মানুষই হইবো শক্তির উৎস মুক্তির পথে।এই মানুষই দ্যাশে দ্যাশে করবো মুক্তিযুদ্ধ । বাংলাদেশের মানুষ এখন যেরকম সম্ভাবনাময় রাজনৈতিক সময়ের সন্ধিক্ষনে দাঁড়ানো কোন এক সাতসকালে সে বুইঝা নিতে চাইতেই পারে সকল পাওনা হিসাব... সকল অপরাধের বিচার, জানতে চাইতেই পারে সকল ক্ষতির কারণ।

সময়ই মানুষকে তুলে দেবে সেই মুক্তির নকশা

যে নকশায় অবশ্যই থাকবে

প্রেম... মুক্ত চিন্তা ও ঝুলিয়ে রাখা মুলা চেনার অধিকার।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login