Posts

চিন্তা

ভালোবাসার অনুভুতি ❤️

December 8, 2025

Prema Chakroborthy

21
View

ভালোবাসা  শব্দটা একটু ছোট হলেও এর পরিধি  আর বিশেষত্ব অনেক। ভালোবাসা হয় বিনা স্বার্থে। ভালোবাসায় তিনটা উপাদান  দ্বারাই বিদ্যমান।তবে ভালোবাসায় গভীরতা  থাকলে  তাতে  তাতে আরে কিছু  বিষয় থাকে যেমন দুষ্টামি,, খুনশুটি,, রাগ,,, অভিমান,, ইত্যাদি। এই মস্ত পৃথিবীতে   আমি  আপনি আমরা সবাই  নিজের জন্য  চিন্তা করি। নিজেকে নিয়ে  ভাবি। আর যখন আমরা নিজের  কথা বাদ দিয়ে  অণ্য কোনো  বিশেষ মানুষের  কথা  ভাববো,,তার মঙ্গল  কামনা করবো,,, তাকে নিয়ে  চিন্তায় মগ্ন থাকবো সেটাই হলো  ভালোবাসা। এতেই কোনো স্বার্থ  থাকে না। থাকে কেবল সেই মানুষটাকে নিয়ে  সস্বার্থপরতা।যাকে একবার ভালোবাসা যায়  হাজার  বার  চাইলেও তাকে ভুলা সম্ভব না। সেই মানুষটার সব কিছুই ভালোই লাগে।  সে হাজার  খারাপ জেনে ও তাকে ভালোবাসা যায়। দূরে থেকে ও তাকে অনুভব  করা যায়। দিবা রাএি তার কথা  সস্বরণে  থাকে। এটাই ভালোবাসার ভালোলাগা।

Comments

    Please login to post comment. Login