জীবন নিয়মের ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এই যেন এক দূততম ঘড়ি। শৈইশব পার করে আজ যৌবনে পা রেখেছি। হাড়িয়েছি হাজারো ভালো লাগার জিনিস হাড়িয়েছি মায়ে পাশে শুয়ে গল্প শুনার অধিকার,, হাড়িয়েছি বাবার হাত ধরে হাঁটার অধিকার,,হাড়িয়েছি ডিসেম্বরে মামার বাড়ি যাওয়ার আনন্দ। হাড়িয়েছি ঘুড়ি উড়ানোর আনন্দ। সব হাড়িয়ে আজ আমি এব হতোভাগা কিশোরী।