অন্যায়
ক্ষমা কখনো কখনো অন্যায়।
খেয়াল রাখা উচিত যে, অন্যায়কারী তার অপরাধ বুঝতে পেরেছে কি না, সে তার অপকর্ম নিয়ে অনুশোচনা করছে কি না– এরপরেই ক্ষমা করা বা না করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
হিংস্র বাঘের উপর দয়া করা
নিরীহ হরিনের উপর জুলুম করার নামান্তর
(শেখ সাদী রহমাতুল্লাহ আলেহ )