পদক্ষেপ
এক বাদশাহ তার কোনো এক প্রজার আবেদনে গুরুত্ব দিলনা, ব্যাস্ততায় এড়িয়ে গেল। ফলে বাদশাহর পারিষদ প্রজাদের তাড়িয়ে দেয়ার সাহস পেল। পরিশেষে প্রাসাদ থেকে জনসাধারণকে তাড়িয়ে দেয়াই অলিখিত নিয়ম হয়ে গেল।
নিয়মভঙ্গকারী সেনার ব্যাপারে বাদশাহ বেখেয়াল থাকলেন, ফলে দায়িত্বে হেলা করা সেনাদের কাছে স্বাভাবিক হয়ে উঠল। সেনাবাহিনী দূর্বল হতে লাগল।
বাদশাহর প্রতিনিধি কোনো প্রয়োজনীয় বস্তু কিনতে গেলে বাদশাহর সম্মানে বিক্রেতা তার মূল্য নিতে অসম্মতি জানালো, বাদশাহর প্রতিনিধি বিনামূল্যেই তা নিয়ে এলো। এই ব্যাপারটা দেখে বাদশাহর পারিষদের কেউ কেউ বাদশাহর সাথে সম্পর্কের কথা বলে বিনামূল্যে সদাই শুরু করল। ফলে জনগনের মধ্যে লুকোনো ক্ষোভ ছড়িয়ে পড়ল।
বাদশাহ যাচাই ছাড়াই তার খাবার রান্নার বাবুর্চি নিয়োগ দিল। পাশের শত্রু রাজ্যের বিপুল টাকা খেয়ে বাবুর্চি বাদশাহের খাবারে বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে গেল। বাদশাহর মৃত্যু ঘনিয়ে আসতে লাগল।
মানুষ একেবারে বড় ক্ষতির সম্মুখীন হয় না, ছোট ছোট ভুল, ত্রুটি, পাপ কিংবা অবহেলাগুলো জমতে থাকে এবং ধীরে ধিরে তুলনামূলক বড় ভুলে ও পদস্খলনের দরজা খুলে যায়। এই দরজা দিয়ে প্রবেশ করলে আরো বড় একটি দরজা খুলে যায়। এভাবে একের পর এক দরজা খুলতেই থাকে। অবশেষে মানুষ চূড়ান্ত নিঃস্ব ও ধ্বংস হয়ে যায়।
বড় ক্ষতি বা পদস্খলন ঠেকাতে পদক্ষেপ নিতে হয় শুরুতেই। ছোট ছোট ভুল- ত্রুটির দরজাগুলো শক্ত ভাবে বন্ধ করতে হয়।
তোমারা যিনা-অশ্লীলতার আশপাশেও ভিড়বে না।
(আল কুরআন)