আলোয় অবগাহন
গতকাল আমি চতুর ছিলাম।
তাই, আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছি।
কিন্তু আজ আমি জ্ঞানী।
তাই, নিজেকে বদলে ফেলতে চাই।
(মাওলানা জালালুদ্দীন রুমী রহমাতুল্লাহ আলেহ)
সমাজে অনেক তত্ত্ব ও দর্শন রয়েছে। সেই তত্ত্ব-দর্শন অনুযায়ী তৈরি হয় আদর্শিক দল । তারা চায় দেশকে বদলে দিতে, সমাজকে বদলে দিতে। দেশ, সমাজ নিয়ে তাদের চিন্তা ও আলোচনা এতই বিস্তৃত যে, সেখানে আপন ব্যক্তিসত্তার কোনো স্থানই নেই । তাদের নিজ রুহ মৃতপ্রায় অবস্থায় থেকে যায়। দেশ, সমাজ পরিবর্তনের ধোঁয়াশায় নিজেকেই ভুলে থাকা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। আসমানী দ্বীনের আলোয় নিজে অবগাহন করে তবেই– অন্য সব কিছুর সূচনা করা উচিত।