
ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারাক। হাদিস শাস্ত্রের ইমাম। আল্লাহর রাস্তায় নিয়ত জিহাদকারী, দানবীর। যুগশ্রেষ্ঠ আলিম ও ইমাম। তাঁর প্রতিবেশীদের মধ্যে একজন ইহুদী ছিল। একবার সে তার বসতবাড়ি বিক্রির সিদ্ধান্ত নিল। যারা কিনতে আগ্রহী তারা আসছিল, তার সাথে কথা বলছিল। কিন্তু বাড়ি বিক্রি চূড়ান্ত হচ্ছে না। আসলে, ইহুদী তার বাড়ির দাম অত্যন্ত বেশি চাচ্ছিল, যেটা স্বাভাবিক দামের চেয়ে অনেক অনেকগুন বেশি। একজন এর কারণ জিজ্ঞেস করল। ইহুদী সোজাসাপ্টা উত্তর দিল– “যা দাম হেঁকেছি এর মধ্যে বাড়ির মূল্য সামান্যই। তবে বাকি মূল্য আমাকে দিতে হবে কারণ বাড়িটি ইমাম ইবনে মুবারকের বাড়ির পাশে।” ক্রেতা ইহুদির কথা শুনে অবাক হল। ইমাম ইবনে মুবারক (রহ) এর নিকট এই খবর পৌঁছলে তিনি ইহুদীর চিন্তাধারায় আশ্চর্য বোধ করেন।
ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ে,
তার খোশবুর পবিত্রতা সবকিছুকেই ছুঁয়ে যায়