
অনুস্মরণীয়
একজন বৃদ্ধ আলিমকে তার শাগরেদ জিজ্ঞেস করল, “শেখ, আমি কীভাবে আমার জীবন দিয়ে অন্যদের আলোকিত করতে পারি?”
সম্মানিত আলিম তখন একটি মোমবাতি এনে তার শিষ্যকে দেখালেন এবং বললেন, “এই মোমবাতি যেভাবে নিজের শরীর পুড়িয়ে আলো ছড়ায়, তেমনি তোমাকেও নিজের ভেতরের আমিত্ব, অহংকার, পরশ্রীকাতরতা, স্বার্থপরতা, হিংসা ও অন্য সব নেতিবাচক চিন্তা পুড়িয়ে ফেলতে হবে । তখন ঐশি আলোতে তোমার সবকিছু ঝলমল করে উঠবে। আর সেই আলো থেকে খুব সহজে অন্যরা উপকৃত হবে।”
মানুষের অনেক দুর্বলতা রয়েছে। সে আল্লাহর পথে, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে। ফলে মানুষ সাড়া দেয়। মানুষ তাকে ভালোবাসে, সম্মান করতে শুরু করে । এই ভালোবাসা ও সম্মান এক পর্যায়ে তার মধ্যে আমিত্বের জন্ম দেয়-- আমি কিছু একটা হয়ে গেছি! তখন সে খাঁটিভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকার পরিবর্তে নিজের মতের দিকে, দলের দিকে, অভিপ্রায়ের দিকে ডাকতে শুরু করে। একই সাথে তার আচরণে আমিত্ব, আত্মপ্রশংসা, পরশ্রীকাতা ইত্যাদি প্রকাশ পেতে থাকে। ফলে তার কথার নূর বা আলো নিভে যায়। কারণ আমিত্ব, ঈর্ষা, হিংসা, স্বার্থপরতা ইত্যাদি মূলত অন্ধকার। এগুলো একজন মানুষের চারপাশ অন্ধকার করে ফেলে। দিনে দিনে ব্যক্তিটির প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যায়। মানুষ তাকে ভুলে যায়।
কেউ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলে,
তখন ভালো মানুষেরা তার পেছনে জড়ো হয়,
আর যখন সে নিজের দিকে আহ্বান করা শুরু করে
তখন তারা তাকে ত্যাগ পরিত্যাগ করে।