Posts

কবিতা

সীমানার সীমারেখা

December 9, 2025

Milu Aman

32
View

এভাবে এটা করা যাবে না,
ওভাবে সেটা হবে না।
যেভাবে বলি করতে হবে,
অন্যভাবে চলতে হবে।

এসব বলার তুমি কে?
বিচার করার তুমি কে?
কে বলেছে তোমায় এসব খবর রাখতে,
কে দিয়েছে পরচর্যার অনধিকার?

তুমি যা বিশ্বাস করো 
তা নিয়েই থাকো না।
কে কোথায় কী করছে,
সে খোঁজ নেয়া বাদ দাও না।

স্রষ্টা যদি বিচার দিনের মালিক হন,
সত্যাসত্য নির্ণয় তিনিই করবেন।
মনে রেখ; করো প্রতি অবিচার করলে,
হিসেব তোমাকেই গুনতে হবে শেষ বিচারে।

ঠিকবেঠিক সবাই জানে, সবাই বোঝে।
জীবনের বাঁকে কে কোনটা বেছে নিবে,
সেটা তাকেই বুঝে নিতে দাও না।
তোমার নিয়মে মিলতেই হবে, 
দিব্যি কেউ তো দেয়নি তোমায়।

কায়মনোবাক্যে বলি…
আমায় তুমি এড়িয়ে চলো, সেই ভালো।
আমিও তোমার পথ মাড়াতে আসবো না,
বাঁধা হয়ে রুখে দাঁড়াবো না।

Comments

    Please login to post comment. Login