Posts

নন ফিকশন

ভাল কিছুর অপেক্ষাই পার্ট ২

December 9, 2025

safa

Original Author সাফা জান্নাহ

16
View

অপরুপ সেই সুন্দরি মেয়ের ছবির পেছনে লেখা ,”ভালো কিছুর অপেক্ষায়”………

সানিয়া ভালো মতন সেই ছবি দেখলে লক্ষ করে যে ছবিটার পেছনে যে বাড়িটা আছে ওটা তার দাদুর বাড়ির পেছনের দিকটা।সেখানে  একটা আম গাছ আছে কিন্তু ছবিট তে তা নেই।। সানিয়া ভাবে হয়ত অনেক আগের ছবি হওয়াই তা নেই।

যাইহোক, সানিয়া তা উপেক্ষা করে চলে যেতে চাই কারণ তাকে সন্ধার আগে বারি ফিরতে হবে। সানিয়া জিনিস পত্র সব গাড়িতে উঠিয়ে জেই গাড়ি নিয়া বের হতে যাবে গাড়ি আর স্টার্ট হই না সানিয়া দাঁতে দাঁত কামরাতে কামরাতে বের হইয়ে গাড়িটা চেক করলে দেখে গাড়ির ইঞ্জিন এর সমস্যা সানিয়া একজন ইঞ্জিনিয়ার হওয়াই সে সহজে গাড়িটা ঠিক করে ফেলে তারপর গারি নিয়ে সে রওনা দইতে যাই হটাৎ সব কিছু অন্ধকার  যায় …………

  সানিয়া চোখ খুলে নিজেকে সেই মেয়েটার রুম এ খুজে পাই কিন্তু রুমটা একদম নতুন লাগছিল। মনে হচ্ছিল যেন এই রুম টা তে কেও থাকে । বিছানায় শুয়ে শুয়ে দেখছিল তখন এক মধ্য বয়সী নারীর কন্ঠ ভেসে আসে 

-“বেলা ৮টা বাজে এখন ঘুম সেহ হইনি তোর …উথ তাড়াতাড়ি, ”

সানিয়া মাথা তুলে দেখতে পাই এক ২৫-২৬ বছরের মেয়ে শ

Comments

    Please login to post comment. Login