চলতি বছরের সাহিত্যে নোবেল বিজয়ী নরওয়েজিয়ান নাট্যকার জন ফসে জানিয়েছেন, তিনি যখন লেখার জগতে মগ্ন থাকেন, তখন তার কাছে মনে হয় তিনি যেন অন্য মহাবিশ্বে প্রবেশ করেছেন। নোবেল প্রাইজের মনীষা লালুর কাছে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেছেন।
৬ অক্টোবর, নোবেল প্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজে এই সাক্ষাতকার প্রকাশিত হয়।
প্রায় ৮ মিনিটের এই সাক্ষাতকারে তার কাছে লেখালেখির অর্থ কী তা ব্যাখ্যা করেছেন এই নাট্যকার। এছাড়া উচ্চাকাঙ্ক্ষী লেখকদের জন্য তার পরামর্শও দিয়েছেন।
এদিকে সদ্য নোবেলজয়ী এই লেখক তার জীবনের স্মরণীয় একটি ঘটনা হিসেবে একজন বিশেষ পাঠকের কথাও উল্লেখ করেছেন। ওই পাঠক তাকে বলেছিলেন, ফসের লেখালেখির কারণেই তিনি এখনও বেঁচে আছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ অক্টোবর) ২০২৩ সালের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম প্রকাশ করা হয়। এবার ৬৪ বছর বয়সী নরওয়েজিয়ান লেখক, নাট্যকার, অনুবাদক জন ফসেকে বিজয়ী ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি। তার উল্লেখযোগ্য বইগুলো হল, সেপ্টোলজি, মেলানকলি, মর্নিং এন্ড ইভেনিং।