গোলাপ শুধাইলাম
কি গড়ন দিয়েছে তোমায় বিধাতা
সকলে বাসে ভালো নাই কোনো ব্যাথা
খানিক হাসিয়া কহিল শেষে
দেখনি তো মোর জায়গায় বসে
কতবার যে হয়েছি দহন
কত হয়েছে রক্ত ক্ষরণ
ক্ষনে ক্ষনে বুকের কাপন
এই বুঝি মোর ছিড়বে বাধন
শত চোখের লোভের চাহন
কত জনের হাতের চালন
কেড়ে নেয় মোর সুখের জীবন
কত মিথ্যা প্রতুসূতির সাক্ষি করে মোরে
কত বিচ্ছেদে চোখের পানি আমায় শরীরে ঝরে
তবুও আমি নিরব সদাই
তোমারাও বুঝনি মরে
তাই তো আমার ত্যাগ না দেখে
ভালোবাসা চোখে পড়ে
আমার গল্প শেষ
তোমাদের শুরু সুন্দর করে
This is a premium post.