খায়নি কদিন খেতে পারে না
হাড়িয়েছে তার আট ছোট সোনা
হয়তো ভাবছে মানুষ হয়েও কেন বুঝেনি তাকে
নয়তো ঝড়চ্ছে চোখের পানি
অভিশাপ যেন লাগে
প্রশ্ন করেছে হয়ত জাতিকে
তোমরা নাকি শ্রেষ্ঠ
তবে কেন পশু মেরে
সেজেছো নিকৃষ্ট
তোমাদের না জ্ঞান দিয়েছে
মায়া দয়া আরো
তবুও কেন নিরর্মতায়
পশুর বলি হলো
আবাক তাকিয়ে ভেবেছে কতই
সেও তো ছিল নারী
মায়ের মন কি কাউকে সন্তান হাড়া কর
নিরব পশুর নিরবতায় বিধাতাও যেন রুষ্ট
তাইতো প্রকৃতি বিচার করেছে
ছাড় পায় নি দুষ্ট
লেখা:রিত্না আক্তার
This is a premium post.