পোস্টস

কবিতা

যেইটুকু আছে, থাকুক তা দুধেভাতে

৫ জুন ২০২৪

সাফওয়ান আমিন

খোদ নিজের সঙ্গে মাস্তানি
করার মানে আমি জানি;

এ যে আগরবাতির মতন নিজেরে 
পোড়াতে পোড়াতে দেউলিয়ার আউলিয়াত্ব,
বন্ধুর সামনে আপনা বউয়ের বেগানা উসকানি, 
যেন নিজেরে বিলিয়ে বিলিয়ে রেশম পোকার পেরেশানি

 

প্রেমের নামে তুমি গাইছো কী ধুন, সেও খুব জানি
থামুক এ-প্যানপ্যানানি, টানাটানি করলে ঈমানও চ্যুত হয়, 
আর তো পিরিতের সিম্ফনি!

 

মেঘে মেঘে ঢাকা সূর্যের জ্বলে ওঠাটুকু? থাকুক 
পোড়োবাড়ির মাকড়সা থাকে যতটা গোপনে,
থাকুক, মননের তরঙ্গে 
স্কিনশটের মতো করে ছড়িয়ে দিও না

 

নকশা করার ছলে
অনন্ত গাছটারে আর কাটাকুটি করিও না