Posts

কবিতা

যেইটুকু আছে, থাকুক তা দুধেভাতে

June 5, 2024

সাফওয়ান আমিন

171
View

খোদ নিজের সঙ্গে মাস্তানি
করার মানে আমি জানি;

এ যে আগরবাতির মতন নিজেরে 
পোড়াতে পোড়াতে দেউলিয়ার আউলিয়াত্ব,
বন্ধুর সামনে আপনা বউয়ের বেগানা উসকানি, 
যেন নিজেরে বিলিয়ে বিলিয়ে রেশম পোকার পেরেশানি

প্রেমের নামে তুমি গাইছো কী ধুন, সেও খুব জানি
থামুক এ-প্যানপ্যানানি, টানাটানি করলে ঈমানও চ্যুত হয়, 
আর তো পিরিতের সিম্ফনি!

মেঘে মেঘে ঢাকা সূর্যের জ্বলে ওঠাটুকু? থাকুক 
পোড়োবাড়ির মাকড়সা থাকে যতটা গোপনে,
থাকুক, মননের তরঙ্গে 
স্কিনশটের মতো করে ছড়িয়ে দিও না

নকশা করার ছলে
অনন্ত গাছটারে আর কাটাকুটি করিও না

Comments

    Please login to post comment. Login