একটি মানুষ দ্যাখো ওই হেঁটে যায় নতদৃষ্টি খোলা চোখ, জনারণ্যে ট্রাফিকের জ্যামে একটুও বিব্রত নয় সহজ অভ্যস্ত ছন্দে সব কিছু পার হ'য়ে যায় কুচিৎ কখনো চায় এদিকে ওদিকে দৃষ্টি বড় অচপল, বোঝা দায় আসলে সে কোনদিকে কতোক্ষণ চায়।
একটি মানুষ দ্যাখো ওই চ'লে যায় কী করে যে চাপালো সে তার মৌনতায় নিদর্শন নিরঙ্কুশ বিজয়ের! অথচ সবার মতো তারো বসবাস মিছিলের ঘা খাওয়া উচ্চকিত পৌর পরিবেশে অনেকের মতো রোজ সে-ও আসে যায় বাণিজ্যিক এলাকা নামে মতিঝিল অফিস-পাড়ায়।
একটি মানুষ দ্যাখো ওই চ'লে যায় স্বামীবাগ রেলক্রসিঙের পাশে করাতীটোলায় গৃহ তার। স্ত্রী-কন্যা সবই আছে
অনেকের মতো আছে অনেক অভাব
নাছোড়বান্দার মতো তবু সে যে ক্যানো আজো ধ'রে আছে তার অ-শহুরে আসল স্বভাব?
রাত্রি গভীর হ'লে গভীরতর হ'লে একটি মানুষ ডোবে মগ্নতায় শুধু মগ্নতায় নিজেরই ভিতরে দ্যাখে মানুষের বিশাল মিছিল
বৃত্তচ্যুত পুষ্প য্যানো ভুলে গ্যাছে পথ-পরিচিতি।