Posts

কবিতা

সম্মোহন

June 5, 2024

এমরান হাসান

168
View
সম্মোহন আশ্চর্য চিহ্ন কপালে নিয়ে ঘুমায় মানুষ কাতর চোখে তারা কোনদিন দেখেনি করুণ সুবহে সাদিক যদিও দূরত্ব সাদা ঘোড়ার পিঠে লেপ্টে থাকা লোমের আন্দোলন সবার একটা জায়গা থাকে পা শক্ত করে দাঁড়াবার একটা ভূমি থাকে সাহস করে কথা বলবার কণ্ঠ থাকে এসব কিছুই নেই কারো যখনই পা খুলে পায়ের উপর দাঁড়ায় কেন যেন মনে হয় অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটে যখনই সর্ষের হলুদ ভালোবেসে পাঁজরে আঁকড়ে নেয় সূর্যকে ঠিক তখনই মনে হয়— এই সূর্য বহু পুরনো এই আকাশ কেবলই নিছক কল্পনা..

Comments

    Please login to post comment. Login