পোস্টস

কবিতা

সম্মোহন

৫ জুন ২০২৪

এমরান হাসান

সম্মোহন আশ্চর্য চিহ্ন কপালে নিয়ে ঘুমায় মানুষ কাতর চোখে তারা কোনদিন দেখেনি করুণ সুবহে সাদিক যদিও দূরত্ব সাদা ঘোড়ার পিঠে লেপ্টে থাকা লোমের আন্দোলন সবার একটা জায়গা থাকে পা শক্ত করে দাঁড়াবার একটা ভূমি থাকে সাহস করে কথা বলবার কণ্ঠ থাকে এসব কিছুই নেই কারো যখনই পা খুলে পায়ের উপর দাঁড়ায় কেন যেন মনে হয় অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটে যখনই সর্ষের হলুদ ভালোবেসে পাঁজরে আঁকড়ে নেয় সূর্যকে ঠিক তখনই মনে হয়— এই সূর্য বহু পুরনো এই আকাশ কেবলই নিছক কল্পনা..