আমি আজও বসে আছি তোমার অপেক্ষায়..
তুমি আসবে বলে আমার তরে।
আমি আজও চাই তোমার একটু ছোয়া,
আমি আজও চাই তোমার একটু ভালোবাসা ,
আমি আজও চাই তোমার একটু শ্বাসন,
আমি আজও চাই তোমার একটু অভিমান,
আমি আজও চাই তোমার একটু খুনসুটি।
আমি চাই তোমার সেই ছোয়া,
যে ছোয়া ভুলিয়ে দেয় আমার সকল ব্যাথা....
আমি চাই তোমার সেই ভালোবাসা ,
যে ভালবাসা ভুলিয়ে রাখে আমার সকল এর কথা....
আমি চাই তোমার সেই শ্বাসন ,
যে শ্বাসন বাধা দেই করতে সকল ভুল কর্ম....
আমাই চাই তোমার সেই অভিমান ,
যে অভিমান আমাকে তোমার আরো কাছে এনে দেয়.....
আমি চাই তোমার সেই খুনসুটি,
যে খুনসুটি তোমাকে আমার কাছে করে রাখে আগের মতন ।
আমি চাই আজও চাই শুধু তোমায় ,
আমি চাই তুমি ভালোবাসো আমায়।
11
View