Posts

নিউজ

২০২৬ সালের বুকার প্রাইজের বিচারকদের নাম ঘোষণা

December 12, 2025

নিউজ ফ্যাক্টরি

21
View

২০২৬ সালের বুকার প্রাইজের বিচারক প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যাবি উড ৫ জন বিচারকের একটি প্যানেলের নাম ঘোষণা করেছেন।     

এবারের বিচারক প্যানেলে আছেন মার্কিন উপন্যাসিক প্যাট্রিসিয়া লকউড, ব্রিটিশ-জ্যামাইকান কবি রেমন্ড অ্যান্ট্রোবাস, ব্রিটেনের প্রভাবাশালী পত্রিকা দ্য গার্ডিয়ানের সাপ্তাহিক ম্যাগাজিন স্যাটারডে এর সম্পাদক রেবেকা লিউ এবং ব্রিটিশ রক ব্যান্ড পাল্প এর ফ্রন্টম্যান জার্ভিস ককার। এই প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করবেন ইংরেজ শিক্ষাবিদ এবং প্রাচীন রোম বিশেষজ্ঞ মেরি বিয়ার্ড। 

গ্যাবি উড বলেন, এটি সামগ্রিকভাবে অসাধারণ একটি প্যানেল। বিচারকদের মধ্যে রেমন্ড অ্যান্ট্রোবাসের মত কবি, রেবেকা লিউ এবং প্যাট্রিসিয়া লকউডের মত লেখক এবং জার্ভিস ককারের মত গায়ক আছেন। তাদের প্রত্যেকেরই শব্দের প্রতি আলাদা অনুভূতি রয়েছে এবং তারা প্রত্যেকেই সামগ্রিকভাবে সংস্কৃতিতে অনন্য কিছু অবদান রেখেছেন। 

তিনি আরও বলেন, সাহিত্যের অংশীদার হিসেবে তারা তাদের পছন্দগুলো কীভাবে বিশ্বের সঙ্গে ভাগ করে নেন, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার কোনো সন্দেহ নেই যে একসাথে পড়ার মাধ্যমে তারা সেরা বইগুলোকেই বেছে নেবেন। 

এদিকে বুকার প্রাইজ ফাউন্ডেশন বই জমা দেয়ার জন্য প্রকাশকদের কাছে আহ্বান জানিয়েছে। ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত বিশ্বের যেকোন দেশের লেখকের উপন্যাস বুকার প্রাইজের জন্য মনোনীত করা হয়।  

জমা দেওয়া বইগুলো পড়ার পর বিচারকরা ২০২৬ সালের জুলাইয়ে বুকার প্রাইজের জন্য মনোনীত বইয়ের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করবেন। সেপ্টেম্বরে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে নভেম্বরে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। বিজয়ী লেখক পাবেন ৫০ হাজার পাউন্ড। সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখকদের প্রত্যেকে পাবেন ২ হাজার ৫০০ পাউন্ড। 

উল্লেখ্য, বুকার প্রাইজ ইংরেজি উপন্যাসের জন্য দেয়া মর্যাদাবান একটি সাহিত্য পুরস্কার। ১৯৬৯ সাল থেকে প্রতি বছর যুক্তরাজ্য থেকে পুরস্কারটি দেওয়া হয়। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login