.............................
অশ্রু
নামের নক্ষত্র তোমার
নদী হয়ে নামবে
বেদনার নীল রং
রাঙ্গাবে তোমার মন।
দুঃখ
তোমার প্রস্ফুটিত হবে
কাননে ফোটা ফুলের ন্যায়।
সৌরভ নয় দংশন করবে
সাপের মতো।
পরিত্তান
চাও তুমি এসব থেকে
তবে ভুলে থাকো
ক্যালেন্ডারের ব্যথিত পাতাটা।
স্মৃতি
নামক রোমাঞ্চ থেকে দূরে থাকো।
অষ্টপ্রহরে
কানে বাজে যে কথাটা
থাকো ভুলে সেটাও।
আর যদি নাহি পারো
বুকের মালা করবে জ্বালা,
জেনে রেখো।
...................... ধন্যবাদ..........