Subtotal
0 ৳
Shipping and taxes calculated at checkout.
Continue Shopping →
গল্প
December 13, 2025
Raisa Tabassum
#সেদিন_বিকেলে_তুমি_ বিকেলের মিঠি রোদে পার্কের একটা বেঞ্চে চশমা চোখে বই পড়ছে তন্নি।চারপাশে বাচ্চাদের কলরবমূখর পরিবেশে। বিকেল হওয়ায় পার্কে শুধু বাচ্চারা ছাড়া বিশেষ কেউ উপস্থিত নেই। হঠাৎই পেছন থেকে একটা পুরুষালি কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকাল তন্নি। 'এইখানে বসতে পারি কী মিস। ছেলেটার নাম আশিক।সে তন্নির দিকে তাকিয়ে হাসছে সাথে তা চোখও হাসছে। তন্নি মাথা নারিয়ে সায় দিল বসার জন্য। আশিকের হাতেও একটা বই।তারা বই পড়ছে আর আলাপচারিতা করছে। বেশ কিছুক্ষণের ভেতরই চেনা পরিচিত হয়ে গেল তারা। আশিক যাওয়ার আগে তন্নির বইয়ের ভেতর একটা চিঠি দিয়ে গেল।সেখানে লেখা 'আগামীকাল পুকুরের পাশের বটগাছের ওখানে দাড়িয়ো। লেখাটা পরে তন্নি মুচকি হাসল।পরের দিন তন্ি ব বটগাছ তলায় গিয়ে দেখল আশিক দাঁড়িয়ে আছে হাতে এক গুচ্ছ কদমফুল।,'হুঠ করে দেখা হয়ে এতো কিছু পেয়ে যাব ভাবিনি। আশিক তন্নির দিকে তাকিয়ে আছে। তন্নি বলল'হুম একদিনেই এতো পরিবর্তন। 'যদি বলি আমি তোমাকে তিন বছর আগে থেকে চিনি। তন্নি হতভম্ব। তাহলে এই সেই ছেলে যাকে সে স্কুল লাইফ থেকে ভালোবেসে আসছে।তন্নির চোখের কোণে জল জমে উঠল আশিক তা সযত্নে মুছে দিল।এখান থেকেই শুরু হলো তাদের পথচলা। #viral #ছোটগল্প #মিতুরানি