পোস্টস

প্রবন্ধ

আফসোস

৫ জুন ২০২৪

সাজ্জাত হোসেন

আমি ফুল হয়ে জন্মালে বোধহয় এতোটাও অবহেলিত হতাম না। পড়ে থাকতাম না কোনো অন্ধকার কোঠায়। আমারো থাকতো একটি রঙিন জীবন, যেখানে গাছের ডগায় রং পেতাম লাল- হলুদ বর্নে।  সাজ হতাম প্রেয়সীর খোঁপায় অথবা হাতের তোড়ায় একগুচ্ছ বাঁধা গোলাপ । একলা না থেকে বন্ধুত্ব জমাতাম ভোমরের সাথে। আমি ফুল হয়ে জন্মায়নি কেন? আমি কি সুদর্শন নই!