Posts

গল্প

রাত ৩টার ডাক

December 13, 2025

Rafsan sheikh

10
View

রাত ঠিক ৩টা ০৭ মিনিট
হঠাৎ রাশেদের ফোনে একটি কল আসে।

📞 Unknown Number

রাশেদ ধরল—
—“হ্যালো?”

ওপাশ থেকে ফিসফিসে কণ্ঠে বলা হলো,
—“দরজাটা খুলে দাও…”

রাশেদ ভয়ে বলল,
—“কে?”

কণ্ঠস্বর বলল,
—“আমি তো… তোমার পেছনে দাঁড়িয়ে আছি।”

রাশেদ ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাল।
ঘরে কেউ নেই।
কিন্তু আয়নায় দেখা গেল—
👉 দরজার পাশে একজন মহিলা, মুখ নেই… শুধু কালো চুল।

হঠাৎ ফোনে আবার শব্দ—
—“আয়নায় তাকিও না…”

পরদিন সকালে ঘুম ভাঙলে রাশেদ দেখে—
দরজার সামনে ভেজা পায়ের ছাপ।
আর আয়নার নিচে লেখা—

🩸 “আজ বাঁচলে, কাল নয়…”

Comments

    Please login to post comment. Login