Posts

নিউজ

গুস্তাভ ফ্লবেরের ২০৪তম জন্মবার্ষিকী পালন

December 13, 2025

নিউজ ফ্যাক্টরি

15
View

চলতি বছর ফরাসি উপন্যাসিক গুস্তাভ ফ্লবেরের ২০৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তিনি ১৮২১ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের রুয়েনে জন্মগ্রহণ করেন। লিটারারি রিয়ালিজম বা সাহিত্যিক বাস্তববাদের প্রধান জনক হিসেবে বিবেচিত হন তিনি। তার উপন্যাস ‘মাদাম বোভারি’ এবং ‘সেন্টিমেন্টাল এডুকেশন’ এই ধারার মাইলফলক। 

ফ্লবের কেবল লিটারারি রিয়ালিজমের একজন বিশেষজ্ঞ হিসেবেই নন বরং উনবিংশ শতাব্দীর ফরাসি ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ বিশ্লেষক হিসেবেও স্বীকৃত। মাদাম বোভারি ফরাসি এই সাহিত্যিকের বিখ্যাত একটি উপন্যাস। এটি তার প্রথম উপন্যাস ছিল।  

মাদাম বোভারি লিখতে ৫ বছর সময় লেগেছিল। ১৮৫৭ সালে এটি বই আকারে প্রথম প্রকাশিত হয়। কারো কারো মতে এই উপন্যাসটি সাহিত্যে বাস্তববাদের একটি নতুন যুগের সূচনা করেছিল। ব্যাভিচারের একটি সাধারণ গল্পকে গভীর মানবতার একটি স্থায়ী কাজে রূপান্তরিত করেছেন তিনি।

১৮৫৬ সালে ফরাসি সাহিত্য ম্যাগাজিন রিভিউ ডি প্যারিসে মাদাম বোভারি উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ফ্লবেরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনেন পাবলিক প্রসিকিউটর। ১৮৫৭ সালের জানুয়ারিতে বিচারের মুখোমুখি হন তিনি। সৌভাগ্যক্রমে ফেব্রুয়ারিতেই এই অভিযোগ থেকে মুক্তি পান। এর ফলে মাদাম বোভারির প্রতি ফরাসিদের আগ্রহ বেড়ে গিয়েছিল। ১৮৫৭ সালে প্রকাশের পর এটি বেস্টসেলার বই হয়ে ওঠে।

মাদাম বোভারি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার পর ফ্লবের কম বিতর্কিত বিষয় নিয়ে বই লেখার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় উপন্যাসের বিষয়বস্তু নিয়ে গবেষণার জন্য তিনি তিউনিসিয়ার কার্থেজে যান। ‘সালামবো’ ফ্লবেরের দ্বিতীয় উপন্যাস। ঐতিহাসিক এই উপন্যাসটি ১৮৬২ সালে প্রকাশিত হয়।

উল্লেখ্য, ১৮৮০ সালে মাত্র ৫৮ বছর বয়সে মারা যান ফরাসি সাহিত্যের অত্যন্ত প্রভাবশালী এই লেখক।

সূত্র: ব্রিটানিকা  

Comments

    Please login to post comment. Login