Posts

নিউজ

যুক্তরাষ্ট্র-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কে অবদান রাখায় পুরস্কার পেলেন মুরাকামি

December 15, 2025

নিউজ ফ্যাক্টরি

11
View

সাহিত্যকর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্র-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কে অবদান রাখায় পুরস্কার পেয়েছেন বিখ্যাত জাপানি উপন্যাসিক হারুকি মুরাকামি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিউইয়র্কে জাপান সোসাইটি নামের অলাভজনক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এই বার্ষিক পুরস্কারটি গ্রহণ করেন তিনি।

৭৬ বছর বয়সী মুরাকামি ১৯৯০ এর দশকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তিনি খুব কমই জনসমক্ষে উপস্থিত হন। তবে বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে অনুষ্ঠিত ‘মুরাকামি মিক্সটেপ: অ্যান ইভনিং অব মিউজিক অ্যান্ড স্পোকেন ওয়ার্ড ইন সেলিব্রেশন অব অ্যাকক্লেইমড অথার হারুকি মুরাকামি’ শিরোনামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওই অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেয় ১০০ বছরেরও বেশি পুরনো প্রতিষ্ঠান জাপান সোসাইটি।    

পুরস্কার গ্রহণের পর মুরাকামি একজন দোভাষীর মাধ্যমে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন আমেরিকান বইয়ের দোকানে আমি কখনও সমসাময়িক জাপানি কথাসাহিত্য দেখতে পাইনি। একজন জাপানি লেখক হিসেবে আমি এই বিষয়ে সত্যিকারের অভাব অনুভব করতাম।    

তিনি আরও বলেন, আমি মূলত একজন উপন্যাসিক। আমার কাছে কেবল গল্পই আছে। আমি যদি জাপান-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে সামান্যতম অবদানও রেখে থাকি, তাহলে এর চেয়ে বড় আনন্দের কথা আমি কল্পনাও করতে পারি না। 

বিশ্বজুড়ে জনপ্রিয় এই জাপানি লেখক জানান, মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি তার নতুন উপন্যাসটি শেষ করেছেন। তার এই কথা শোনার পর উপস্থিত দর্শকরা জোরে করতালি দিয়ে উঠেন।    

উল্লেখ্য, হারুকি মুরাকামি পরাবাস্তববাদ এবং জাদু বাস্তববাদের থিম নিয়ে বই লিখেছেন। তার বই ৫০টি ভাষায় অনূদিত হয়েছে এবং জাপানের বাইরে লাখ লাখ কপি বিক্রি হয়েছে। তিনি লেখালেখির জন্য গুনজো প্রাইজ, ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড, ফ্রাঙ্ক ও'কনর ইন্টারন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ড, ফ্রাঞ্জ কাফকা প্রাইজ, জেরুজালেম প্রাইজ এবং প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন। তার বিখ্যাত উপন্যাস ‘নরওয়েজিয়ান উড’, ‘কাফকা অন দ্য শোর’ নিয়ে অনেক বুদ্ধিবৃত্তিক আলোচনা হয়ে থাকে। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল, ‘অ্যা ওয়াইল্ড শিপ চেজ’, ‘ব্লাইন্ড উইলো স্লিপিং ওম্যান’, ‘হিয়ার দ্য উইন্ড সিং’। 

সূত্র: দ্য মাইনিচি   

Comments

    Please login to post comment. Login