Posts

নিউজ

বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পেলেন যারা

December 18, 2025

নিউজ ফ্যাক্টরি

43
View

বাংলা একাডেমি পরিচালিত ২০২৫ সালের ৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলা একাডেমি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।   

ভাষা গবেষণা, বিজ্ঞান, কবিতা, নাট্যকলা ও কথাসাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর মোট ৯ জন লেখক ও গবেষক এই পুরস্কার পেয়েছেন।   

চলতি বছর সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক মনসুর মুসা। ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে তাকে এ পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। 

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন খসরু চৌধুরী। প্রকৃতি ও বিজ্ঞানচর্চায় সামগ্রিক মূল্যায়নে তিনি এই পুরস্কার পেয়েছেন। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন সানাউল হক খান। বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন হাফিজ রশিদ খান। বিভিন্ন নৃগোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে এ পুরস্কার দেওয়া হয়েছে তাকে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান। অভিনয়, নাট্য নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কার পেয়েছেন তিনি। এর অর্থমূল্য এক লাখ টাকা।  

আবু রুশদ সাহিত্য পুরস্কার পেয়েছেন শিবব্রত বর্মন। অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে তাকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। 

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পেয়েছেন সফিক ইসলাম ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ বইয়ের জন্য। গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।  

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন দুজন। এদের মধ্যে প্রথমজন সুব্রত বড়ুয়া। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।  

অপরদিকে অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন আনিসুর রহমান। ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। 

Comments

    Please login to post comment. Login