তোমার বুকে
…….
তোমার বুকেই আমার স্বর্গ,
চায় না কোনো নতুন জীবন—
এ বুকের উষ্ণতাই আমার
শত জন্মের ঋণ শোধ করে দেয়।
তোমার নিঃশ্বাসে মাথা রেখে
ভুলে যাই পৃথিবীর নাম,
ভুলে যাই পাওয়া না পাওয়া
থাকে শুধু এই এখন, এই তুমি।
তোমার হৃদয়ের শব্দে
আমার সমস্ত ক্লান্তি গলে যায়,
আমার অস্তিত্ব বিলীন তোমাতে
এই বুকেই থেমে থাকুক
আমার শেষ আর্তি,আমার শেষ শান্তি।
…
স্বপন বিশ্বাস
১৯/১২/২৫