Posts

নিউজ

২০২৫ সালের ওবামার প্রিয় কিছু বই

December 21, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
62
View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পড়ুয়া হিসেবে খ্যাতি আছে। প্রতি বছরই তিনি তার প্রিয় বইয়ের তালিকা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে ওবামা চলতি বছরে পড়া তার প্রিয় কিছু বইয়ের নাম প্রকাশ করেছেন।  

ওবামা লিখেছেন, ২০২৫ সাল শেষ হতে চলেছে। আমি হোয়াইট হাউসে থাকাকালীন আমার শুরু করা একটি রীতি এবারও অব্যাহত রাখছি। এখানে আমার প্রিয় বই, সিনেমা এবং সঙ্গীতের বার্ষিক একটি তালিকা শেয়ার করছি। আমি আশা করি এই তালিকা থেকে আপনি উপভোগ করার জন্য নতুন কিছু খুঁজে পাবেন এবং দয়া করে আমার জন্যও যেকোনো কিছুর সুপারিশ করতে পারেন। 

চলতি বছর ওবামার পছন্দের বইয়ের তালিকায় স্থান পেয়েছে ১১টি বই। বইগুলোর নাম এক নজরে দেখে নেওয়া যাক:   

১. ‘পেপার গার্ল’ - বেথ ম্যাসি  

২. 'ফ্ল্যাশলাইট' - সুসান চোই

৩. ‘উই দ্য পিপল’ - জিল লেপোর 

৪. ‘দ্য ওয়াইল্ডারনেস’ - অ্যাঞ্জেলা ফ্লোরনয়

৫. ‘দেয়ার ইজ নো প্লেস ফর আস’ - ব্রায়ান গোল্ডস্টোন

৬. ‘নর্থ সান’ – ইথান রাদারফোর্ড

৭. ‘নাইন্টিন টুয়েন্টিনাইন’ - অ্যান্ড্রু রস সরকিন  

৮. ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’ - কিরণ দেশাই 

৯. 'হোয়াট উই ক্যান নো' - ইয়ান ম্যাকইওয়ান

১০. 'ডেড অ্যান্ড এলাইভ' - জ্যাডি স্মিথ

১১. 'দ্য লুক' -  মিশেল ওবামা 

Comments

    Please login to post comment. Login