Posts

নন ফিকশন

ক্ষুধার্ত চোখ

June 5, 2024

সাজ্জাত হোসেন

ক্ষুধার্ত চোখে ঘুরপাক খাই না কত বছর,কত বছর দেখা নাই স্পর্শের!

এই নগরে অবাধ আনাগোনা পুঁজিবাদের আর মত্ত হয়ে চলা সুপ্ততাপ প্রতিভার মানব কাঠামোর।

পদার্থের মতো আমিও অবাক হয়ে মানুষের মধ্যেও সুপ্ততাপ লক্ষ্য করেছি,অন্তর্নির্হিত চিন্তার পরিবর্তন না করেও দেখেছি কাউকে এক দশা হতে অন্য দশায় পরিবর্তিত হতে!

আমি একটি বড় মিথ্যার স্বাক্ষী হয়েছি, গ্যালিলিওর কথা আমার কাছে মিথ্যা প্রমাণিত হয়েছে। বিষমতারা নাকি অদ্ভুত সুন্দর!

গ্যালিলিও কি কোনো দিন বিষমতারার স্পর্শ পেয়েছে?

সে কি কখনো ক্ষুধার্ত চোখে তাকে উপভোগ করেছে?

তাদের সম্পর্ক ছিল শুধু দূরবীক্ষণ যন্ত্রেই।

মানুষ বদলায় মানুষ মিথ্যার আশ্রয় খোঁজে মানুষ বদলে যায় তার সুক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে।

Comments

    Please login to post comment. Login