Posts

নিউজ

যুক্তরাজ্যে বেস্টসেলার তালিকার শীর্ষে রিচার্ড ওসমানের 'দ্য ইম্পসিবল ফরচুন'

December 23, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
57
View

২০২৫ সালে যুক্তরাজ্যে বেস্টসেলার বইয়ের তালিকায় ফ্যান্টাসি, রহস্য এবং সাইকোলোজিক্যাল থ্রিলার বইয়ের আধিপত্য দেখতে পাওয়া যায়। এই তালিকার শীর্ষে অবস্থান করছে ইংরেজ লেখক রিচার্ড ওসমানের উপন্যাস ‘দ্য ইম্পসিবল ফরচুন’। বইটি ৫৫ বছর বয়সী এই লেখকের জনপ্রিয় থ্রিলার ‘দ্য থার্সডে মার্ডার ক্লাব’ সিরিজের পঞ্চম বই। 

‘দ্য ইম্পসিবল ফরচুন’ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়। বইটির হার্ডব্যাক কপি বিক্রি হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৪২৯টি। ফলে এটি যুক্তরাজ্যের বেস্টসেলার তালিকার এক নম্বর স্থানটি অর্জন করতে সক্ষম হয়েছে।      

থার্সডে মার্ডার ক্লাব সিরিজের অন্যান্য বইয়ের মত এবারের উপন্যাসেও অবসরপ্রাপ্ত পেনসনভোগী ৪জন সদস্যের দেখা পাওয়া যায়, যাদের অপরাধমূলক সমস্যা সমাধানের অসাধারণ দক্ষতা রয়েছে। এবারের বইয়ে নিখোঁজ হয়ে যাওয়া একজন ব্যক্তির বিষয়ে তদন্ত করেন তারা। নিখোঁজ হওয়ার আগে ওই ব্যক্তি তাদের সাহায্য চেয়েছিলেন।   

এছাড়া বেস্টসেলার তালিকার চতুর্থ স্থান দখল করে নিয়েছে রিচার্ড ওসমানের ‘উই সলভ মার্ডারস’ উপন্যাসটি। টেলিভিশন উপস্থাপক থেকে লেখকে পরিণত হওয়া ওসমান জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত নতুন সিরিজের প্রথম উপন্যাস। 

এদিকে বেস্টসেলার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রিডা ম্যাকফ্যাডেনের ‘দ্য হাউসমেইড’। এই উপন্যাসের সিক্যুয়েল ‘দ্য হাউসমেইডস সিক্রেট’ তালিকার ১৯তম স্থানে রয়েছে।     

বেস্টসেলার এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সুজান কলিন্সের হাঙ্গার গেমস সিরিজের সর্বশেষ উপন্যাস ‘সানরাইজ অন দ্য রিপিং’। রেবেকা ইয়ারোস এর ‘অনিক্স স্টর্ম’ উপন্যাসটি ৫ম স্থান পেয়েছে। এছাড়া তার 'ফোর্থ উইং' নামের উপন্যাসটি তালিকার ৯ম এবং ‘আয়রন ফ্লেম’ ১৭তম স্থানে রয়েছে। 

চার্লি ম্যাকেসির ‘অলওয়েজ রিমেম্বার’ তালিকার ৬ নম্বরে রয়েছে। এছাড়া কোকো ওয়াইও এর ‘কোজি কর্নার’ ৭ নম্বরে, ড্যান ব্রাউনের ‘দ্য সিক্রেট অব সিক্রেটস’ ৮ নম্বরে এবং সারা জে. মাস এর ‘অ্যা কোর্ট অব থর্নস অ্যান্ড রোজেস’ ১০ নম্বরে জায়গা পেয়েছে।  

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login