আগামি বছরের ২২ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এই তথ্য জানিয়েছেন। গতবারের মত এবারও বাংলাদেশের প্যাভিলিয়ন থাকার সম্ভাবনা একেবারেই নেই বলে জানা গেছে।
ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা পরিবর্তন হয়েছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এই মেলায় অংশ গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিল। ডেপুটি হাইকমিশনকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই বিষয়ে তাদের দিল্লি থেকে অনুমতি নিতে হবে।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এখনও ভারত সরকারের অনুমতি আনতে পারেনি। তবে ভারত সরকারের অনুমতি পেলে বাংলাদেশকে প্যাভিলিয়ন করতে দিতে আমাদের কোনো আপত্তি নেই।
প্রতিবছরের মতো এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলাও হবে সল্টলেকের করুণাময়ী প্রাঙ্গণে। এবারের বইমেলায় মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান, ফ্রান্স অংশগ্রহণ করবে এবং এই মেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২২ জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন এবং এটি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।