পোস্টস

চিন্তা

আসল- নকল

৫ জুন ২০২৪

সাজ্জাত হোসেন

আজকাল সবই চোখের ভেলকিবাজি 
কে আসল কে নকল কিছুই বোঝার উপায় নেই। কেউ কারো আপন না, নিজ ছাড়া সবাই এসেছে স্বার্থের আশায়।

 

দিনের সাথে বাড়ছে বয়স, হারানোর ভয়ও বাড়ছে তালে তাল মিলিয়ে। 
কেন বাড়ছে বয়স?
কেন বাড়ছে হারানোর ভয়?
পৃথিবীতে আসল- নকল এই বা কি?

 

দুনিয়াতে সহজ মানুষগুলো বোধহয় একটু বেশিই বোকা হয়!

 

তাই দীর্ঘশ্বাস ছেড়ে তাকিয়ে দেখছি, সহজ-সরল পথচলায় হারানোর তালিকাও দীর্ঘ হয়ে চলেছে সাথে বাড়ছে আসল -নকলের কারবার।