Posts

চিন্তা

আসল- নকল

June 5, 2024

সাজ্জাত হোসেন

আজকাল সবই চোখের ভেলকিবাজি 
কে আসল কে নকল কিছুই বোঝার উপায় নেই। কেউ কারো আপন না, নিজ ছাড়া সবাই এসেছে স্বার্থের আশায়।

দিনের সাথে বাড়ছে বয়স, হারানোর ভয়ও বাড়ছে তালে তাল মিলিয়ে। 
কেন বাড়ছে বয়স?
কেন বাড়ছে হারানোর ভয়?
পৃথিবীতে আসল- নকল এই বা কি?

দুনিয়াতে সহজ মানুষগুলো বোধহয় একটু বেশিই বোকা হয়!

তাই দীর্ঘশ্বাস ছেড়ে তাকিয়ে দেখছি, সহজ-সরল পথচলায় হারানোর তালিকাও দীর্ঘ হয়ে চলেছে সাথে বাড়ছে আসল -নকলের কারবার।

Comments

    Please login to post comment. Login