Posts

গল্প

নীরবতার দেয়াল ভাঙ্গা

December 24, 2025

Md. Lalon Shaikh

21
View

নীরবতার দেয়াল ভাঙ্গা

এক গ্রামে থাকত সাবিত নামে এক আল্লাহভীরু যুবক। 

সে বেশি কথা বলত না, কিন্তু অন্যায় দেখলে তাঁর হৃদয় কেঁপে উঠত, চুপ থাকতে পারত না।

একদিন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি জোর করে এক এতিম ছেলের জমি দখল করে নেয়। 

সবাই জানত ঘটনাটি অন্যায়, কিন্তু ভয়ের কারণে কেউ মুখ খুলল না।

সাবিত মনে মনে বলল,
“আল্লাহ তো আমাদের আদেশ দিয়েছেন ন্যায়ের পক্ষে দাঁড়াতে, প্রতিবাদ করতে।”

সাবিত গ্রামের মানুষদের বুঝালো এবং গ্রামবাসী ও এতিম ছেলেটিকে নিয়ে কাজির কাছে গেলেন। 

প্রভাবশালী ব্যক্তি তাঁকে ভয় দেখাল।

কিন্তু সাবিত শান্ত কণ্ঠে বলল,
“আমি মানুষকে নয়, আল্লাহকে ভয় করি, আখিরাতকে ভয় করি।”

কাজির সামনে সত্য প্রকাশ পেল। এতিম ছেলেটি তার অধিকার ফিরে পেল। 

গ্রামবাসীরা বুঝতে পারল—নীরবতা অন্যায়ের শক্তি বাড়ায়।

চুপ থাকলে অন্যায়কারীরা আরো সাহস পায়।

সাবিত বলল,
“রাসূল ﷺ আমাদের শিখিয়েছেন—অন্যায় দেখলে প্রতিবাদ করতে।”

কুরআনের শিক্ষাঃ

১. ন্যায়ের পক্ষে দৃঢ় থাকার নির্দেশ- “হে মুমিনগণ! তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো 

এবং আল্লাহর জন্য সাক্ষ্য দাও—তাতে যদি তা তোমাদের নিজেদের বা আত্মীয়দের বিরুদ্ধেও হয়।”  সূরা নিসা: ১৩৫

২. অন্যায়ের পক্ষে না দাঁড়ানোর আদেশ-“জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদের স্পর্শ করবে।” সূরা হুদ: ১১৩

হাদিসের শিক্ষাঃ
১. অন্যায় দেখলে প্রতিবাদ করা ঈমানের অংশ- রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“

তোমাদের কেউ যদি অন্যায় দেখো, সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে। যদি তা না পারে, তবে মুখ দিয়ে। 

আর তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে—এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর।”  সহিহ মুসলিম

২. ভয় নয়, সত্য বলা উত্তম জিহাদ- রাসূল ﷺ বলেছেন:
“জালিম শাসকের সামনে সত্য কথা বলাই সর্বোত্তম জিহাদ।”  সুনান আবু দাউদ, তিরমিজি।

সাবিত আরো বলল- আসলে আমরা অনেক ভীতু হয়ে গেছি।

দুনিয়াকে ভালোবেসে ফেলেছি। মৃত্যুকে খুব ভয় পায় । 

কিন্তু একদিনতো আমাদের সকলকে মৃত্যু বরণ করতেই হবে। 

সবাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি। ঝামেলার ভয়ে কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলিনা, প্রতিবাদ করি না। 

অথচ আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করি 

তাহলে অপরাধী, জালিম, দুষ্কৃতিকারী, সন্ত্রাসীরা আর অন্যায় করার সাহস পাবেন না। 

সমাজে ও দেশে শান্তি বিরাজ করবে। 

এলাকার সকলেই সাবিতের কথাগুলো শুনে খুবই লজ্জিত হল।

তাদের নিরবতার দেয়াল ভেঙ্গে প্রতিবাদের সাহস জন্ম নিল আর একসঙ্গে অন্যায়ের প্রতিবাদ করার সিদ্ধান্ত নিল।

শিক্ষাঃ
অন্যায়ের প্রতিবাদ করা ঈমানের দায়িত্ব
সত্য বলার পথে ভয় আসবে, কিন্তু আল্লাহর সাহায্যও আসে
একজন সাহসী মুসলিম সমাজে ন্যায়ের আলো জ্বালাতে পারে
ঐক্যবদ্ধ থাকলে সকল কাজে সফলতা আসে।

Comments

    Please login to post comment. Login

  • অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে।