পরী আমার জীবনের সব টা জুড়ে আছে। ও আসার পর আমি বেচেঁ থাকার নতুন করে প্রেরনা পেয়েছি,অথচ ছয় বছর আগেও আমার জীবনে বেচেঁ থাকার কোন ইচ্ছেই ছিলো না,একদিন স্বপ্নের মত পরী আসলো আমার কোল জুড়ে, এলাকায় ছড়িয়ে পড়ল একটা বাচ্চা কে বা কারা জংগল এ ফেলে গেছে।সেই ফেলে যাওয়া বাচ্চাটাই আমার পরী।ওর বাবা মা কে জানিনা, কিন্তু ওকে মানুষ করতে আদর ভালোবাসা দিতে মোটেও কার্পন্য করিনি,আমার সব টা জুড়ে এই পরীটা। আমার স্বামী যখন আমাকে ধোকা দিলো আমার বেচেঁ থাকার সব রাস্তাই বন্ধ হয়ে গেছিলো এই পরী এসে আমার জীবন টাকে নতুন করে গুছিয়ে দিলো, এখন যেন ও মা ডাকলে আমি সব থেকে বেশি আনন্দিত হই আবার ওর মুখ কালো দেখলে আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়এই তো সেদিন আমার পরীটা স্কুল থেকে আসল জর নিয়ে,আমি ডাক্তার এর কাছে গেলাম ওকে নিয়ে, ওর অসুখ করলে ও আমার বুকে ঘুমায়, আমার কোলেই থাকে, মা বলে এতো আদর দিস না পরী কে, অনেক দুষ্ট ও, কিন্তু আমার কাছে আসলে কেমন শান্ত একটা বাচ্চা। কিন্তু আই শান্তি বেশি দিন স্থায়ী হলো না, একটা লোক একদিন এসে দাবি করলো এই বাচ্চা টা নাকি ওদের তারপর আমার কাছে লাখ পাচেক টাকা চাইলো,আমার পরীর জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ এই লাখ পাচেক টাকার থেকেও আর লোক টা নেশা খোর। এ খানে সেখানে দাঁড়িয়ে থাকত একদিন পরী আমাকে জিজ্ঞেস করল মা এই বাজে লোক টা কে???আমি অনেক খোজ নিলাম তারপর শিউর হলাম পরী আসলে ওদের ই মেয়ে,কিন্তু সেই রাতে ওরকম একটা বাচ্চা কে ফেলে রেখে তারা কিভাবে মা বাবা হবার দাবি রাখে???পরী শুধু আমার, ও আমার কলিজা ওকে ছাড়া আমার একটা সেকেন্ড ও চলবেনা শেষ পরযন্ত পরী কে পাবার জন্য ধরকার হলে আমি যুদ্ধ করব, জন্ম দিলেই মা বাবা হওয়া যায়না,মা বাবা হতে হলে সন্তান এর দায়িত্ব নিতে জানতে হয়......এরকম আনাচে কানাচে হাজারো পরী আছে, সেই সব পরীরা যেব পরীদের মতই বড় হয় আদরে তাদের যেন অনাদর না হয় আমাদের এই সমাজে.....ভালো থাকুক পরীরা