Posts

চিন্তা

ত্যাগের আসল মহিমা কোথায়?

December 26, 2025

ফারদিন ফেরদৌস

77
View

তারেক রহমান লন্ডনি জুতো খুলে নিজের শরীর দিয়ে বাংলাদেশের মাটি স্পর্শ করলেন। শিশিরসিক্ত সবুজ ঘাস তাঁর পাকে বরণডালায় সাজিয়ে দিল। ব্যাপারটি ভীষণ চমকপ্রদ ও আবেগি। নির্বাসিত জীবন শেষে ৬ হাজার ৩ শ ১৪ দিন পর জন্মভূমির মাটি স্পর্শ করবার আনন্দ আর কিছুর সাথেই তুল্যমূল্যে বিচার্য হতে পারে না।

লেখক রাজু নুরুল ভাই তাঁর অবজারভেশন দিয়েছেন এভাবে, 'তারেক রহমানের দেশে ফেরার ভিডিও দেখলাম কিছুক্ষণ। দুইটা জিনিস খুব ভাল লাগলো। সিঁড়ি থেকে নামার পর সিকিউরিটি গেইট পার হওয়ার সময় তিনি আগে স্ত্রীকে বাড়িয়ে দিলেন, এরপর মেয়ে, সবার শেষে গেলেন নিজে। একেবারে পুরোপুরি ইউরোপীয় ভদ্রতা! দ্বিতীয় ব্যাপারটা হলো জোবায়দা রহমান ও জাইমার পোশাক। জাইমা ওড়নার সাথে একটা ব্লকের জামা পরেছে। আমরা ছোট বেলায় মা’দেরকে এরকম পোশাকই পরতে দেখেছি, সাথে থাকা মেয়েরা পরতো থ্রি পিস। তাতে ধর্মের কিছু যায় আসে নাই। উষ্ণমণ্ডলীয় মৌসুমি জলবায়ুর দেশে কালো অবগুণ্ঠন নারীর জন্য সবসময় সহায়ক হয় না। দয়া করে পোশাকের স্বাধীনতা বলে বক বক কইরেন না। যে নিজে সারাক্ষণ অন্যের পোশাকের দিকে তাকিয়ে থাকে, তার মুখে পোশাকের স্বাধীনতা হলো মুনাফেকি।'

ওদিকে জেবু নামের সাইবেরিয়ান প্রজাতির পেট বিড়ালটিকে পাসপোর্ট সহযোগে সসম্মানে দেশে আনা হয়েছে। আমরা নিশ্চিত বাংলাদেশে বসবাসকালে বিড়ালটির আনন্দের কোনো কমতি হবে না।

দেশে ফিরতে বাংলাদেশ ভ্রমণকালে ব্যারিস্টার জাইমা রহমানের পাঠপ্রীতি দেখলাম আমরা। তিনি বিমান ভ্রমণকালে পাঠের অংশ হিসেবে ভারতীয় লেখক অরুনাভ সিনহা সম্পাদিত 'The Penguin Book of Bengali Short Stories' রেখেছেন।

বিমানে তারেক রহমানের ডেস্কের পাশে ব্রিটিশ নভেলিস্ট জিয়া হায়দার রহমানের লেখা 'In the Light of What We Know' -বইটি দেখা গেছে। ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, শ্রেণীচেতনা ও সামাজিক প্রতিষ্ঠা নিয়ে গভীর পর্যবেক্ষণ আছে এই উপন্যাসে। প্রধান চরিত্রদের অভিজ্ঞতার মাধ্যমে বহুসাংস্কৃতিক আনন্দ ও কষ্ট, উৎখাত জীবন, অভিবাসন ও স্বদেশবোধের মত বিষয় উঠে আসে।

বহুত্ববাদী সাহিত্য ও শাস্ত্র পাঠে যারা অভ্যস্ত, যারা জেবুর মতো আদুরে পেটকে আগলে রাখেন, যারা নারীর সম্মান ও অগ্রযাত্রাকে সর্বাগ্রে প্রাধান্য দেন -এমন রাজনৈতিক পরিবারের কাছ থেকে যদি পিছিয়ে পড়া বাঙালি সুশাসন ও নিঃস্বার্থ সেবা পায়, সেটিই হবে জাইমা ও তারেক রহমানদের ১৮ বছর সময়কালের জীবনযুদ্ধে দীর্ঘ ত্যাগের আসল মহিমা।

আমরা জেবু, জাইমা, জোবাইদা ও তারেক রহমানের বাংলাদেশে আগমনকে স্বাগত ও অভিনন্দন জানাই।🪶

লেখক: সাংবাদিক 
২৫ ডিসেম্বর ২০২৫

Comments

    Please login to post comment. Login