Posts

পোস্ট

গ্রামের মানুষ

June 5, 2024

Sazzad hossain Sakib

Original Author Stylenews24 হতে সংগৃহীত

238
View

গ্রামের মানুষ কি আসলেই সহজ সরল?
মানুষ কতটা বোকা হইলে ভাবতে পারে যে গ্রামের মানুষ সহজ সরল!

গ্রামের সবথেকে সহজ সরল মানুষটাও শহরের মানুষকে এক হাঁটে তিনবার বিক্রি করতে পারবে।

আপনি পুকুরে যত্ম সহকারে মাছ চাষ করবেন। একদিন ঘুম থেকে উঠে দেখবেন যে সব মাছ মইরা ভাইসা আছে।

সামান্য জমিজমা নিয়াই যে কূটনৈতিক খেল চলে গ্রামের মুরব্বিদের মাথায় তা আন্তর্জাতিক কূটনৈতিকদের মাথায়ও খেলবে না।

আপনি কিছু নতুন ফল ফুলের গাছ রোপন করেন। সকালে দেখবেন গাছের গোড়া থেইকা ভাইঙ্গা রাখছে।

আপনার মাইয়ার বিয়ে ঠিক করেন। সহজ সরল কেউ একজন নিজে সিএনজি ভাড়া কইরা যাইয়া দুর্নাম কইরা বিয়ে ভাইঙ্গা দিবে।

তামাম দুনিয়াটা ম্যালা ক্রিটিকাল। 
ডীপ ফোকাস না করলে টের পাইবেন না ।

গ্রামের মানুষ যে কি চিজ! 
পরনে লুঙ্গি আর আলাভোলা একখান হাসি দেইখা কাউকে সহজ সরল ভাইবেন না।

Comments

    Please login to post comment. Login