তাকে নিয়ে কবিতা লিখতে বসি,
হৃদয় ভরে ওঠে নীরবতায়—
তার রূপ ছুঁতে গিয়ে শব্দেরা
লাজে পালায় সাদা পাতায়।
তাকে লিখতে গিয়ে বুঝি আজ,
ভাষারও আছে সীমারেখা—
অসীম সৌন্দর্যের সামনে
শব্দ নত হয়, ব্যর্থতা শেখায়।
তাকে নিয়ে কবিতা লিখতে বসি,
হৃদয় ভরে ওঠে নীরবতায়—
তার রূপ ছুঁতে গিয়ে শব্দেরা
লাজে পালায় সাদা পাতায়।
তাকে লিখতে গিয়ে বুঝি আজ,
ভাষারও আছে সীমারেখা—
অসীম সৌন্দর্যের সামনে
শব্দ নত হয়, ব্যর্থতা শেখায়।