Posts

গল্প

পিচ্চি বউ পর্ব ১২

December 27, 2025

Sayful Islam

Original Author সাইফুল রাজ

Translated by পার্ঠ:-(১২)

4
View

#পিচ্চি_বউ (পর্ব :- ১২)
#সাইফুল_রাজ 

অভ্যাস বদলের শুরু

:- ভোরের আলো জানালা গলে ঘরে ঢুকছে।
:- প্রিয়া চোখ খুলেই বুঝতে পারে, আজ মনটা অদ্ভুতভাবে শান্ত।
:- পাশে তাকিয়ে দেখে রাজ এখনো ঘুমাচ্ছে।
:- তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু রাগ নেই।
:- প্রিয়া ধীরে উঠে পড়ে।
:- রান্নাঘরে গিয়ে কাজ শুরু করে।
:- আজ কাজের ফাঁকে ফাঁকে সে হাসছে।
:- নিজেও বুঝতে পারছে না কেন।
:- রাজ উঠেই রান্নাঘরে যায়।
:- “এত সকালে উঠলে?”
:- প্রিয়া হালকা গলায় বলে, “অভ্যাস।”
:- রাজ চুপ করে দাঁড়িয়ে থাকে।
:- এই অভ্যাসটাই সে বদলাতে চায়।
:- শাশুড়ি এসে নির্দেশ দেন—
:- “আজ অতিথি আসবে।”
:- প্রিয়া মাথা নাড়ে।
:- রাজ বলে, “আমি সাহায্য করব।”
:- শাশুড়ি বিরক্ত চোখে তাকান।
:- “তোমার এসব করার দরকার নেই।”
:- রাজ শান্ত গলায় বলে—
:- “ও একা সামলাতে পারবে না।”
:- প্রিয়া অবাক হয়ে তাকায়।
:- এই সমর্থন তার শক্তি বাড়ায়।
:- দুজনে মিলে কাজ করে।
:- একসাথে সবজি কাটা, মাছ ধোয়া।
:- মাঝেমধ্যে হাত ছুঁয়ে যায়।
:- প্রিয়ার বুক কেঁপে ওঠে।
:- রাজ অস্বস্তি লুকিয়ে রাখে।
:- দুপুরে বাড়ি ভরে ওঠে আত্মীয়ে।
:- সবাই প্রিয়ার কাজকর্ম লক্ষ্য করে।
:- কেউ প্রশংসা করে, কেউ হিংসা।
:- ননদ রিমি ফিসফিস করে বলে—
:- “ভাবি তো বদলে যাচ্ছে।”
:- রাজ শুনেও না শোনার ভান করে।
:- খাবার পরিবেশন করতে করতে প্রিয়া ক্লান্ত।
:- রাজ খেয়াল করে।
:- সে নিজের প্লেট সরিয়ে বলে—
:- “তুমিও বসে খাও।”
:- সবাই চমকে তাকায়।
:- শাশুড়ির মুখ শক্ত।
:- প্রিয়া ধীরে বসে।
:- এই প্রথম সে সবার সঙ্গে একসাথে খায়।
:- বাবার বাড়ির কথা মনে পড়ে যায়।
:- চোখ ভিজে আসে।
:- বিকেলে অতিথিরা চলে যায়।
:- প্রিয়া হাঁফ ছেড়ে বাঁচে।
:- রাজ বলে—
:- “আজ তুমি খুব ভালো করেছ।”
:- প্রশংসাটা প্রিয়ার কাছে নতুন।
:- সে মাথা নিচু করে।
:- “আমি শুধু দায়িত্ব করেছি।”
:- রাজ নরম গলায় বলে—
:- “দায়িত্বের ভেতরেও ভালোবাসা থাকে।”
:- প্রিয়া তাকায়।
:- এই কথাটা তার মনে গেঁথে যায়।
:- সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়।
:- অন্ধকার ঘরে দুজন পাশাপাশি বসে।
:- বাইরে ঝিঁঝিঁ পোকার ডাক।
:- রাজ হঠাৎ বলে—
:- “তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে?”
:- প্রিয়া চুপ থাকে।
:- এই নীরবতাই তার উত্তর।
:- রাজ বুঝে যায়—
:- ক্ষমা নয়, সময় চাই।
:- সে আর চাপ দেয় না।
:- রাতে প্রিয়া অসুস্থ বোধ করে।
:- মাথা ঘোরে।
:- রাজ ছুটে আসে।
:- “কি হয়েছে?”
:- প্রিয়া কাঁপা গলায় বলে—
:- “কিছু না।”
:- রাজ জোর করে তাকে শুইয়ে দেয়।
:- নিজ হাতে পানি খাওয়ায়।
:- শাশুড়ি দূর থেকে দেখে।
:- কিছু না বলে চলে যান।
:- রাজ সারা রাত জেগে থাকে।
:- প্রিয়া ঘুমের ঘোরে ফিসফিস করে—
:- “আমি একা নই…”
:- রাজের চোখ ভিজে ওঠে।
:- সে বুঝতে পারে—
:- এই মেয়েটা খুব অল্পতেই খুশি।
:- সকালে প্রিয়া ভালো বোধ করে।
:- রাজ অফিসে যেতে দেরি করে।
:- শাশুড়ি বিরক্ত হন।
:- কিন্তু রাজ আজ আর পাত্তা দেয় না।
:- বের হওয়ার আগে সে বলে—
:- “নিজের খেয়াল রেখো।”
:- প্রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে।
:- দরজা বন্ধ হয়।
:- প্রিয়া মনে মনে বলে—
:- “এই মানুষটার বদল কি সত্যি?”
:- সে জানে, পথটা সহজ না।
:- তবু আজ সে আশা করতে শিখছে।
:- ছোট ছোট যত্নে তৈরি হচ্ছে নতুন অভ্যাস।
:- আর এই অভ্যাসই একদিন ভালোবাসা হয়ে উঠবে।

---
গল্প কেমন হচ্ছে জানাবেন কমেন্ডে আপনাদের কমেন্ড পেলে গল্প লিখতে আগ্রহ হয়,, আর এইগল্প টা পরের পার্ট গুলা পড়তে চান কিনা সে জানাবেন কমেন্ড ধন্যবাদ

Be continue… ❤️❤️

Comments

    Please login to post comment. Login