Posts

কবিতা

বর্ষবিদায়

December 27, 2025

Aditya Bhowmik

5
View

বর্ষবিদায়
লেখক: আদিত্য ভৌমিক
৩১ ডিসেম্বর, রাত গভীর হলে
ঘড়ির কাঁটা বারোটায় এসে থামে,
একটা বছর চুপচাপ দরজায় টোকা দিয়ে
বিদায় নেয়, নিঃশব্দে।
স্মৃতির পাতায় লেখা থাকে
হাসি-কান্না, স্বপ্ন-ভাঙা,
কিছু জয়, কিছু হার,
কিছু প্রতিশ্রুতি যা রাখা হলো না।
জানালার বাইরে আতশবাজি ফুটছে,
আকাশ রঙিন হয়ে উঠছে এক মুহূর্তের জন্য,
তারপর আবার অন্ধকার।
যেমন আমাদের দিনগুলো—
ঝলক দিয়ে জ্বলে, তারপর নিভে যায়।
পুরনো বছর চলে গেল,
তার সঙ্গে চলে গেল ক্লান্তি, ভুল, দুঃখ।
নতুন বছর দাঁড়িয়ে আছে দোরগোড়ায়,
খালি পাতা হাতে,
আমাদের লেখার জন্য অপেক্ষা করছে।
বিদায়, তুমি যাও।
আমরা আবার শুরু করব,
আরেকবার ভালোবাসব, আশা করব,
আরেকবার ভুল করব, শিখব।
শুভ নববর্ষ।
আলো জ্বালাও, আবার।

Comments

    Please login to post comment. Login