আজ তুই কোথায় আর আমি কোথায়,
মাঝখানে রয়ে গেছে কিছু স্মৃতি,
কিছু কথা,
কিছু আবেগভরা মুহূর্ত।
মনের অজান্তে খুঁজি তোরে,
আমি খুঁজি শুধু তোরে বৃষ্টির দিনে,
রোদের ভিড়ে,
গভীর রাতে।
আমি খুঁজি তোরে দিনের শেষে, ক্লান্ত মনে একলা থাকার সময়।
কখনো তো বুঝতে দিসনি আমায়…
বোন থেকে বেশি কিছু ছিলিস আমার।
শুধু বন্ধু হয়ে রয়ে গেলি পাশে,
আবার নীরবে চলে গেলি আমার থেকে দূর,
বহু দূর....
অজানা এক শহরে।
আজ তুই কোথায় আর আমি কোথায়।