কত দিন যে দেখি না প্রিয় বাবাকে।
মাঝে মাঝে ইচ্ছে করে পথের ধারে বসে করি আসার অপেক্ষা।
আবার মাঝে মাঝে মনে হয়, এই বুঝি এলো বাবা আর আমায় বলল, এক গ্লাস পানি দিবে?
পাঞ্জাবি আর লুঙ্গিটা দিবে ধুয়ে..?
মাঝে মাঝে মনে হয়, এই বুঝি বাবা আমার প্লেটে তরকারি বেড়ে দিচ্ছে, আর গ্লাসে পানি ভরে দিচ্ছে।
আবার মাঝে মাঝে কোথাও যাওয়ার সময় মনে হয়, এই বুঝি বাবা পিছু ডেকে বলল আমায়,যদি ভালো না লাগে, মন খারাপ হয় তবে ফোন দিও আমায়…
17
View