বন্ধু মানে একে অপরকে বোঝা।
বন্ধু মানে দুঃখ-কষ্ট, হাসি-আনন্দ ভাগ করে নেওয়া।
বন্ধু মানে নির্দ্বিধায় সবকিছু বলা।
বন্ধু মানে হাসি-মজা আর খুনসুটি করা।
বন্ধু মানে বিশ্বাস আর ভরসা পাওয়া।
বন্ধু মানে সবকিছুতে একে অপরের পাশে থাকা।
বন্ধু মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা।
নির্দ্বিধায় একে অপরের হাত ধরে জীবনের কঠিন পথ পাড়ি দেওয়া।
16
View