Posts

কবিতা

অনিদ্রা

December 28, 2025

Robiyun Nahar Toma

14
View

রাত ২ টা ৪৭..

ঘোর কালো অন্ধকার
ঘড়ির হিম ধরানো একটানা টিকটিক-

দীর্ঘ রজনী

ঘুম থেকে ওঠার তাড়না-
অবশ্য ঘুমালামই বা কখন যে উঠবো ? 
কত শত চিন্তা!

একাকীত্বের ভয়

ক্লান্ত দেহ-
রাত ৩ টা থেকে ৪ টায় নাকি শরীর 
সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে ।  
মৃত্যুর হারও এ সময় সবচেয়ে বেশি । 
যদি মরে যাই....  
ডাঃ সেওয়ার্ডের কথা মনে পড়ছে । 
সে এক কাল্পনিক চরিত্র ! 
লুসি ওয়েস্টেনরার কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর-
রোজ রাতে মরফিয়া নিতো সে।
আমার অবশ্য এ সমস্যা নেই!


কুকুরগুলো হরদম ডেকে চলেছে...
বোধহয় জ্বীনের দেখা পেয়েছে ! 
অদৃশ্য জীন নাকি মাঝরাতে কুকুর ডাকার কারণ! 
কে জানে?

সত্য না মিথ্যা।


কোথা থেকে যেন একটা মোরগও ডেকে উঠলো।
প্রায়ই ডাকে ওটা। 
আজব !! 
এই ব্যস্ত শহরে মোরগ কে পোষে ?

একটা ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে... 
রংতুলি নয়-

পেন্সিল দিয়ে। 
আকাশ কালো। 
তারাদের মিটিমিটি আলো। 
সেই আকাশে চাঁদও থাকবে...  
যদিও বাস্তবে তারাভরা আকাশে চাঁদ থাকে না-
কিন্তু এই আকাশে থাকবে।

চারতলার ছাদে দাড়িয়ে  

আবছা একটা মূর্তি 
আকাশটা দেখবে।
তার মুখাবয়ব দেখা যাবে না।

কালচে ছায়াটা শুধু দৃশ্যমান হবে..
ছবিটার নাম হবে-  
 "Sleepless Night "
 

Comments

    Please login to post comment. Login