Posts

কবিতা

আড়ালে থেকে

December 28, 2025

Fahima Akter

40
View

ধীরে ধীরে যাচ্ছি সরে তোমার থেকে বহু দূরে।
জানি তুমি আসবে না কোনো দিন,
শুধু আড়ালে থেকে দেবে মিথ্যা আশা।
জানি আমায় ভুলে থাকবে অনেক ভালো।
তাই তো আমি যেতে চাই দূরে।
ছোটবেলাটা কেটেছে আমার হাসপাতালের বেডে,
চোখের পাওয়ার কম,
পড়ালেখায় করতে পারিনি উন্নতি।
রাস্তায় বের হলে ভয়ে রাস্তা পার করতে পারি না।
এত সমস্যার ভার ও বইতে হবে না।
কোনো জিনিস দেখতে সমস্যা হলে হাত ধরে দেখিয়ে দেওয়ার বদলে গালি দিতে ইচ্ছে করবে।
কেউ যদি জিজ্ঞেস করে, মেয়ে কী করে বা কিসে পড়ে,
তখন রাগ হবে,
বিরক্ত মনে হবে।
ভয়ে রাস্তা পার না হতে পারলে,
পার করিয়ে দেওয়ার বদলে পালিয়ে যেতে ইচ্ছা করবে।
তাই তো আমি যাচ্ছি সরে…
তোমার থেকে বহু দূরে।

দূরে আছি,
দূরেই থাকবো,
দূর থেকে না হয় তোমার সুখটাই দেখবো।

Comments

    Please login to post comment. Login