আকাশ আমার লাগে না ভালো, ভালো লাগে না চাঁদনি রাতের জোছনার আলো।
ভালো লাগে না উচ্চস্বরে হাসির শব্দ, ভালো লাগে না ফুল,
পাখির কোনো কলরব।
শুধু ভালো লাগে চুপচাপ নির্জন পরিবেশ।
ভালো লাগে কোনো এক অন্ধকার জায়গায় একলা বসে থাকতে।
ভালো লাগে বিষাদময় ছাড়া সময়।
ভালো লাগে সবার থেকে দূরে,
বহু দূরে,
নিজেকে লুকিয়ে রাখতে।
16
View