এই পৃথিবীর মাঝে যত সুখ আছে,
তার থেকেও বেশি সুখ হলো আমার।
সুখি না হলেও তো সুখি আমি,
সবার সুখের ভীরে।
একা সুখি হলেই কি সুখী হওয়া যায়?
সবাইকে নিয়ে সুখী হলেই তো সুখী মনে হয়।
আমি সুখি,
অনেক সুখি।
এর থেকেও বেশি সুখী,
চাই না হতে আমি।
15
View