হাজার কষ্টের মাঝেও আমি হাসি দিতে পারি।
হাজার আঘাতের পরেও আমি নিজেকে বুঝাতে পারি।
হাজার ঝড়-বৃষ্টির মাঝেও আমি ভালো থাকতে পারি।
হাজার অন্ধকারের মাঝেও আমি আলো খুঁজতে পারি।
হাজার বাঁধার পরেও আমি এগিয়ে যেতে পারি।
হাজার শূন্যতার মাঝেও আমি পূর্ণতা খুঁজে নিতে পারি।
হাজার কষ্টের মাঝেও আমি হাসি ছড়াতে পারি।
17
View